আমাদের ইতিহাস

২০০২ সালে তরুণ দম্পতি ডাঃ হাসানুজ্জামান এবং ডাঃ আজিজা পারভীন মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য সাতক্ষীরায় "ন্যাচারাল হেলথ" নামে একটি চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা শুরু করেন। তারা তাদের নিজস্ব প্রচেষ্টা, আধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং হোমিওপ্যাথিক সফটওয়্যার (RADAR) ব্যবহারের মাধ্যমে শুরু থেকেই স্থানীয় সকল মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান।

অল্প সময়ের মধ্যে রোগীদের সুচিকিৎসা ও সেবামূলক মানসিকতার জন্য সকল মানুষের কাছে তারা আস্থা ও আলো রশ্মি হয়ে ওঠে। অসহায় রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি দয়া, সততা এবং উন্নত চিকিৎসা সেবার কারনে তাদের সুনাম সাতক্ষীরার বাহিরেও ছড়িয়ে পড়ে।

সেই সময় সাতক্ষীরার জেলা প্রশাসক ও তার স্ত্রী চিকিৎসার জন্য "ন্যাচারাল হেলথ" চেম্বারে আসেন এবং চিকিৎসায় তারা সন্তুষ্ট হয়ে চিকিৎসা সেবার হাতকে আরো প্রসারিত করার পরামর্শ দেন। তখন তাঁদের উদ্বোধনে প্রতিষ্ঠিত হয় "ন্যাচারাল হেলথ" এর আর একটি চেম্বার।

পরবর্তীতে কেন্দ্রের সাথে যোগাযোগ ও ঢাকার রোগীদের সেবার সুবিধার্থে তারা ২০০৭ সালে ঢাকার উত্তরায় "ন্যাচারাল হেলথ" এর প্রধান শাখা প্রতিষ্ঠা করেন। উত্তরা শাখায় দেশের বিভিন্ন জেলা ও দেশের বাহিরের অসংখ্য রোগী তড়িৎ আরোগ্য লাভ করেছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে সাতক্ষীরা এবং উত্তরার উভয় চেম্বার রোগীদের ভরসা ও নিরাময়ের কেন্দ্রে পরিনত হয়েছে।

উত্তরা চেম্বার
ন্যাচারাল হেলথ
বাসা-১৫, রোড- ৩৪, সেক্টর- ৭,
উত্তরা, ঢাকা।

+88 01727 035 044
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
বেলা ১১ টা- দুপুর ২টা, বিকেল ৫ টা - রাত ৯ টা

বন্ধ -
বৃহস্পতিবার।

সাতক্ষীরা চেম্বার
ন্যাচারাল হেলথ
কামান নগর, করিম সুপার মার্কটের কাছে,
সাতক্ষীরা।

+88 01715 403 824
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
সকাল ৯টা - রাত ৮টা
রবিবার ও সোমবার (পাক্ষিকভাবে)