ডা: আজিজা পারভীনের বিবৃতি

Dr. Aziza Parveen

ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী ছিলেন আজিজা পারভীন, এস. এস. সি. ও এইচ. এস. সি. পরীক্ষায় স্টার মার্কস পেয়ে পাস করার পর তার বাবার অনুপ্রেরণার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে বি.এইচ.এম.এস. (ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সটি সম্পন্ন করেন । তারপর এক বছর ইর্ন্টানী করার পর ২০০২ সালে তিনি বাংলাদেশের "স্বাস্থ্য ও পরিবার কল্যাণ" মন্ত্রণালয়ের থেকে চিকিৎসা সেবার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিবন্ধীত (নিবন্ধন নং H-353) হন।

নিজেকে একজন ভালো ডাক্তার হিসেবে বিকাশিত করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি Homeopathic ও Allied subject এর উপর বিভিন্ন ধরনের কোর্স সম্পন্ন করেন। বিবাহ উত্তর তিনি তার সহধর্মী ডাঃ হাসানুজ্জামান এর সাথে “ন্যাচারাল হেলথ” নামে একটি চেম্বার প্রতিষ্ঠা করেন।

কর্মস্থান:

২০০৩ সালে –”ডি. বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল” এ গাইনি এবং অবসটেট্রিকস বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।

২০০৮ সালে- ঢাকাতে “ঢাকা আহসানিয়া মিশন” এ হোমিওপ্যাথিক চিকিৎসক ও পরামর্শদাতা হিসেবে যোগদান করেন।

২০১৪ সালে- উত্তরা হোমিওপ্যাথিক মেডিকাল কলেজ এবং হাসপাতালে যোগদান করেন। বর্তমানে সেখানে গাইনি এবং সার্জারী ডির্পাটমেন্টে লেকচারার হিসেবে কাজ করছেন।

২০২১ সালে তিনি Dhaka University থেকে সি. এস. ডব্লিউ. কোর্সটি সম্পন্ন করেন ।

প্রকাশনা:

মেডিক্যাল বুক- এ্যাজমা, ফিমেল প্রেসক্রাইবার।

সম্পাদনা:

মহিলা বিষয়ক সম্পাদিকা- বাংলাদেশ হোমিওপ্যাথিক জার্ণাল।

উত্তরা চেম্বার
ন্যাচারাল হেলথ
বাসা-১৫, রোড- ৩৪, সেক্টর- ৭,
উত্তরা, ঢাকা।

+88 01727 035 044
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
বেলা ১১ টা- দুপুর ২টা, বিকেল ৫ টা - রাত ৯ টা

বন্ধ -
বৃহস্পতিবার।

সাতক্ষীরা চেম্বার
ন্যাচারাল হেলথ
কামান নগর, করিম সুপার মার্কটের কাছে,
সাতক্ষীরা।

+88 01715 403 824
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
সকাল ৯টা - রাত ৮টা
রবিবার ও সোমবার (পাক্ষিকভাবে)