লক্ষ্য ও উদ্দেশ্য

ন্যাচারাল হেলথ এর স্বপ্ন

ন্যাচারাল হেলথ এর স্বপ্ন, হোমিওপ্যাথিকে বৈজ্ঞানিক গবেষণা ও চর্চার মাধ্যমে চিকিৎসার মূলধারায় নিয়ে আসা । আধুনিক হোমিওপ্যাথিতে নিজেদেরকে একটি বিন্দুরেখা হিসেবে প্রতিষ্ঠিত করা । ভবিষ্যতে হোমিওপ্যাথিক হাসপাতাল তৈরীর মাধ্যমে মানুষের সুচিকিৎসার জন্য নিরভরযোগ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা।

ন্যাচারাল হেলথ এর উদ্দেশ্য

ন্যাচারাল হেলথ এর উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথির প্রকৃত পরিচয়, প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সকলের কাছে তুলে ধরা ।
আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটা রোগীকে স্বতন্ত্রভাবে কোনো প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ শারীরিক, মানসিক, ও মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য চিকিৎসা সেবা প্রদান করা। মানুষের সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নিশ্চিত করার প্রক্রিয়ায় নিজেদের নিয়োজিত করা ।
আমরা চেষ্টা করি প্রত্যেকেই যেন হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা পেয়ে সুস্থ থাকুক।

আমাদের সম্মানিত কনসালটেন্ট

Our Honorable CEO
উত্তরা চেম্বার
ন্যাচারাল হেলথ
বাসা-১৫, রোড- ৩৪, সেক্টর- ৭,
উত্তরা, ঢাকা।

+88 01727 035 044
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
বেলা ১১ টা- দুপুর ২টা, বিকেল ৫ টা - রাত ৯ টা

বন্ধ -
বৃহস্পতিবার।

সাতক্ষীরা চেম্বার
ন্যাচারাল হেলথ
কামান নগর, করিম সুপার মার্কটের কাছে,
সাতক্ষীরা।

+88 01715 403 824
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
সকাল ৯টা - রাত ৮টা
রবিবার ও সোমবার (পাক্ষিকভাবে)