আমাদের সেবাসমূহ


perm_identity

পরামর্শ

আমাদের বিশেষজ্ঞদের পরামর্শদান অন্যান্য এবং যে কোনো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের থেকে একটু ভিন্ন । প্রথম পরামর্শের জন্যে প্রতিটা রোগীর ক্ষেত্রে গড়ে ৩০-৪৫ মিনিট পর্যন্ত সময় নেওয়া হয়। এই সময়ের মধ্যে চিকিৎসক রোগীর সাথে এমন আন্তরিক সম্পর্ক তৈরীর চেষ্টা করেন যেন রোগী সকল ধরনের সমস্যা সহজে খুলে বলতে পারে। রোগীকে এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা রোগের সাথে সম্পর্কিত মনে নাও হতে পারে। প্রথম পরামর্শে চিকিৎসক রোগীর সমস্যার পিছনের সমস্ত কারণ বুঝার চেষ্টা করেন এবং প্রদত্ত সকল তথ্যের মূল্যায়ন করে রোগীর জন্য সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন।

card_travel

রোগনির্ণয়

রোগ নির্ণয়ের জন্য আমাদের বিশেষজ্ঞগণ প্রথমে সমস্যার পিছনের কারণগুলি বিশ্লেষন করেন। রোগের কারন সনাক্ত করার জন্যে আপনার আবেগ, অনুভূতি, রাগ-জেদ, উদিগ্বগ্নতা, বিষণ্ণতা, মানসিক কষ্ট, শারীরিক আঘাত ইত্যাদি বিষয়ে জানতে চাইতে পারেন। আপনার অতীত ইতিহাস, পারিবারিক ইতিহাস, আপনার পূর্ববর্তী চিকিৎসা গুলির বিবরণ জিজ্ঞাসা করতে পারেন। প্রয়োজনে শারীরিক এবং প্যাথলজিকাল পরীক্ষার মাধ্যমে চেষ্টা করবেন আপনার রোগ সম্পর্কে নিশ্চিত হতে।

local_hospital

চিকিৎসা

প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে অধিক আরামদায়ক ও প্রাকৃতিক নিয়মে চিকিৎসা সেবা দেওয়ার প্রচেষ্টা থেকেই হোমিওপ্যাথিক চিকিৎসার উৎপত্তি হয়েছিল। হোমিওপ্যাথিক ঔষধ রোগীর মানসিক চিন্তার পরিবর্তণ ঘটিয়ে নার্ভ সিস্টেম ও ইমিউন সিস্টেমের মাধ্যমে নিরাময় শক্তিকে কার্যকরী করে তোলে। এই কারনেই হোমিওপ্যাথি রোগীকে স্বল্প সময়ে, পরিপূর্ণভাবে কোন প্রকারের পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই আরোগ্য করে।

অতিরিক্ত তথ্য

আমরা আমাদের চিকিৎসা সেবায় সর্বদা স্বচ্ছতা ও সততা বজায় রাখি। আমরা বিশ্বাস করি যে আমাদের চিকিৎসা পরিকল্পনা, ওষুধের গুণমান, চিকিৎসার খরচ সম্পর্কে জানার অধিকার প্রত্যেকেরই রয়েছে। তাই আপনার যে কোন প্রশ্নকে আমরা স্বাগত জানাই। আরও তথ্যের জন্য, আপনি আমাদের what's app এ কল করতে পারেন বা আমাদের চেম্বারে আসতে পারেন।

আমাদের চিকিৎসার সাফল্য

আমরা বলব না যে আমরা সর্বক্ষেত্রে 100% সফল। তবে আমরা প্রতিটি রোগীর ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করি, আল্লাহ শেফা দান করেন। এখন পর্যন্ত আমাদের সাফল্যের হার দেখতে নিচের বাটনটি ক্লিক করুন।

বিস্তারিত দেখুন

প্রশংসাপত্র

আমাদের চিকিৎসা সেবায় সুস্থ হয়েছেন অসংখ্য রোগী। তাদের মধ্যে কিছু রোগী আছেন যারা আরোগ্যের কথা সবাইকে জানাতে চান যেন অন্যরাও তাদের মত চিকিৎসা সুবিধা পেয়ে উপকৃত হতে পারেন। তাদের সদিচ্ছাকে গুরুত্ব দিয়ে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ কিছু ভিডিও ক্লিপস্ নিন্মে দেওয়া হলো । বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।

বিস্তারিত দেখুন

ঔষধের গুণাগুণ

ন্যচারাল হেলথ ঔষধের গুণগত মান নিয়ে কখোনো আপোস করে না। আমরা সর্বদা রোগীকে শতভাগ অরিজিনাল মেডিসিন দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আমাদের সকল ঔষধ আমদানি করা হয় জার্মানি ও আমেরিকার বি.টি. কোম্পানি থেকে। আমাদের ওষুধের গুণমান দেখতে নীচের বাটনটি ক্লিক করতে পারেন।
হোমিওপ্যাথিক ওষুধ প্রধানত তৈরী হয় প্রাকৃতির বিভিন্ন গাছ, লতা-পাতা, খনিজ ও প্রানিজ সম্পদ থেকে। এই কারণেই হোমিওপ্যাথিক ওষুধগুলি দ্রুত শরীরের সাথে মিশে যায় এবং এটি গ্রহণ করার সাথে সাথেই রোগ নিরাময়ের জন্য কাজ শুরু করে দেয়।


বিস্তারিত দেখুন

আমদের ইতিহাস

About Images

২০০২ সালে তরুণ দম্পতি ডাঃ হাসানুজ্জামান এবং ডাঃ আজিজা পারভীন মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য সাতক্ষীরায় "ন্যাচারাল হেলথ" নামে একটি চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা শুরু করেন। তারা তাদের নিজস্ব প্রচেষ্টা, আধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং হোমিওপ্যাথিক সফটওয়্যার (RADAR) ব্যবহারের মাধ্যমে শুরু থেকেই স্থানীয় সকল মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান।

অল্প সময়ের মধ্যে রোগীদের সুচিকিৎসা ও সেবামূলক মানসিকতার জন্য সকল মানুষের কাছে তারা আস্থা ও আলো রশ্মি হয়ে ওঠে। অসহায় রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি দয়া, সততা এবং উন্নত চিকিৎসা সেবার কারনে তাদের সুনাম সাতক্ষীরার বাহিরেও ছড়িয়ে পড়ে।

সেই সময় সাতক্ষীরার জেলা প্রশাসক ও তার স্ত্রী চিকিৎসার জন্য "ন্যাচারাল হেলথ" চেম্বারে আসেন এবং চিকিৎসায় তারা সন্তুষ্ট হয়ে চিকিৎসা সেবার হাতকে আরো প্রসারিত করার পরামর্শ দেন। তখন তাঁদের উদ্বোধনে প্রতিষ্ঠিত হয় "ন্যাচারাল হেলথ" এর আর একটি চেম্বার।

পরবর্তীতে কেন্দ্রের সাথে যোগাযোগ ও ঢাকার রোগীদের সেবার সুবিধার্থে তারা ২০০৭ সালে ঢাকার উত্তরায় "ন্যাচারাল হেলথ" এর প্রধান শাখা প্রতিষ্ঠা করেন। উত্তরা শাখায় দেশের বিভিন্ন জেলা ও দেশের বাহিরের অসংখ্য রোগী তড়িৎ আরোগ্য লাভ করেছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে সাতক্ষীরা এবং উত্তরার উভয় চেম্বার রোগীদের ভরসা ও নিরাময়ের কেন্দ্রে পরিনত হয়েছে। >