কোম্পানীর প্রোফাইল

showcase image

আমার নানা ছিলেন একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ডাক্তার। ছোটবেলা থেকেই অনুভব করতাম নানার প্রতি দুঃখী মানুষের ভালোবাসা, রোগ যন্ত্রনায় জর্জরিত মানুষের হাসি মুখ নিয়ে বাড়ী ফেরা। এসব দেখতে দেখতে আমারও ইচ্ছা জেগেছিল ভবিষ্যতে নানার মত ডাক্তার হওয়ার। আমার মা বাবাও চাইতেন আমি যেন নানার মত একজন ভালো ডাক্তার হই। সেই থেকেই আমার হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা ।

হোমিওপ্যাথি নিয়ে পড়াশুনা শেষ হওয়ার পর আমি চেয়েছিলাম নিজ এলাকার মানুষের সেবা করতে। যখন আমি ও আমার সহধর্মীনি সাতক্ষীরাতে চেম্বার প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছিলাম সেই সময়কার সাতক্ষীরার সম্মানিত ডি. সি.সাহেব ও তার স্ত্রী চিকিৎসার জন্যে আমাদের কাছে এসেছিলেন। চিকিৎসা সেবায় সন্তুষ্ট হয়ে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে শহরের প্রানকেন্দ্রে ২০০২ সালে “ন্যাচারাল হেলথ” নামে আমাদের চেম্বার উদ্বোধন করে দিয়েছিলেন । অল্প কিছুদিনের মধ্যে আমরা সেখানে সব ধরনের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হই। রোগীদেরকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার মানসে সেখানে সংযুক্ত করেছিলাম অত্যাধুনিক যন্ত্রপাতি, কম্পিউটার এবং রাডার সফটওয়ার।

সাতক্ষীরায় পাঁচ বছর সফলভাবে চেম্বার পরিচালানোর পর আমরা আরও বেশি অভিজ্ঞতা অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করলাম।তাই আমরা আমাদের সেবার হাতকে আরও বেশি প্রশস্ত করার মানসে ঢাকাস্থ উত্তরায় ২০০৭ সালে ন্যাচারাল হেলথ নামেই আরও একটা চেম্বার প্রতিষ্ঠা করি। আমরা আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা, শক্তি, সময়, আন্তরিকতা , সততা, পেশাগত দায়িত্ব ও আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে এটিকে মানুষর কছে প্রসিদ্ধ সেবা কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। বর্তমানে “ন্যাচারাল হেলথ” মানুষের আস্থা ও ভালোবাসার একটি প্রতিষ্ঠান।

হোমিওপ্যাথির উপকারিতা সর্বস্তরের মানুষের সক্ষমতার মধ্যে পৌছে দেওয়ার মানসে আমাদের স্বপ্ন ন্যাচারাল হেলথকে ভবিষ্যতে একটি পরিবেশ-বান্ধব ক্লিনিকে পরিনত করা।

হোমিও ন্যাচারাল হেল্থ- কি কি কাজ করছে: -

  1. যেকোন রোগের প্রাথমিক চিকিৎসা,
  2. একিউট ও ভাইরাস জনিত রোগের দ্রুত নিয়ন্ত্রণ ও তাৎক্ষণিক চিকিৎসা,
  3. Appendicitis, Tonsillitis ও Pneumonia দা্ঁত ব্যাথার জরুরী চিকিৎসা,
  4. যেকোন ব্যাথা, বাতের ব্যথা, পুরানো আঘাতজনিত ব্যথা, Arthritis, Paralysis মেরুদন্ডের হাড্ডি ক্ষয় বা বেড়ে যাওয়ার কারণে ব্যথা, Migraine, Sinusitis এবং গ্যাস্টিকের ব্যথার স্বল্পমেয়াদী ও স্হায়ী চিকিৎসা,
  5. Diabetics, High Pressure ও হরমোন জনিত সমস্যার নিয়ন্ত্রণ ও চিকিৎসা,
  6. Allergy, Asthma, ঠান্ডা-সর্দ্দি, কাশি, Anemia, Thlassemia এর দ্রুত নিয়ন্ত্রণ ও স্থায়ী চিকিৎসা,
  7. যেকোন ধরনের tumour, Cyst, Polyp Piles, আচিল, জন্মদাগ এবং ব্রণের স্থায়ী চিকিৎসা,
  8. বন্ধ্যাত্ব, Irregular Menses, শরীরের অতিরিক্ত লোম গজানো, Balky/ Fatly হয়ে যাওয়া, Sexually Week ও অনীহার স্থায়ী চিকিৎসা,
  9. অতিরিক্ত রাগ, জিদ, ভয়, স্মরনশক্তির ক্ষয়, মনোযোগের অভাব, পড়া বুঝতে না পারা, হতাশা অত্মহত্যার প্রবণতা, সন্দেহ প্রবণতা, মানসিক আঘাত ও খুঁত খুঁতে স্বভাবের চিকিৎসা,
  10. Autism, ADHD, Bipolar disease, Schizophrenia উন্মাদ সহ সকল প্রকার মানসিক রোগের চিকিৎসা,
  11. High Serum Creatinine, Fatty Liver, High Cholesterol, যে কোন Cyst, Tumour, Polyp এর চিকিৎসা।

ন্যাচারাল হেলথ এর স্বপ্ন

আমার নানা ছিলেন একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ডাক্তার। ছোটবেলা থেকেই অনুভব করতাম নানার প্রতি দুঃখী মানুষের ভালোবাসা, রোগ যন্ত্রনায় জর্জরিত মানুষের হাসি মুখ নিয়ে বাড়ী ফেরা। এসব দেখতে দেখতে আমারও ইচ্ছা জেগেছিল ভবিষ্যতে নানার মত ডাক্তার হওয়ার। আমার মা বাবাও চাইতেন আমি যেন নানার মত একজন ভালো ডাক্তার হই। সেই থেকেই আমার হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা ।

আমাদের স্বপ্ন হলো হোমিওপ্যাথিকে বৈজ্ঞানিক গবেষণা ও চর্চার মাধ্যমে মূলধারার চিকিৎসার কাছে নিয়ে আসা। আধুনিক হোমিওপ্যাথিতে নিজেদেরকে একটি বিন্দুরেখা হিসেবে প্রতিষ্ঠিত করা । হোমিওপ্যাথি হউক মানুষের আশার আলো, হোমিওপ্যাথি হউক মানুষের সুস্থতার সূচনা, হোমিওপ্যাথি হউক মানুষের জীবন বদলানোর চিকিৎসা।

Our Expertise

Treatment Solution
80% Complete (success)
Diagnosis
60% Complete (success)
Treatment Experience
80% Complete (success)
Recovery
65% Complete (success)

আমাদের ক্লিনিকের পরিবেশ

Clinical Environment

Clinical Environment

ন্যাচারাল হেলথ এর উদ্দেশ্য

আমাদের উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথির সঠিক পরিচয় ও প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরা, মানুষের স্বাস্থ সচেতনতা বৃদ্ধি করা এবং অসুস্থ্য মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করা।

আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটা রোগীকে স্বতন্ত্রভাবে কোনো প্রকার পার্শ্র-পতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ শারীরিক, মানসিক, ও আত্মিক সুস্থতার জন্য চিকিৎসা প্রদান করা।

সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করাই আমাদের উদ্দেশ্য।

আমাদের উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা সুবিধা পেয়ে সুস্থ থাকুক, সুন্দর থাকুক, শান্তিতে থাকুক।

উত্তরা চেম্বার
ন্যাচারাল হেলথ
বাসা-১৫, রোড- ৩৪, সেক্টর- ৭,
উত্তরা, ঢাকা।

+88 01727 035 044
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
বেলা ১১ টা- দুপুর ২টা, বিকেল ৫ টা - রাত ৯ টা

বন্ধ -
বৃহস্পতিবার।

সাতক্ষীরা চেম্বার
ন্যাচারাল হেলথ
কামান নগর, করিম সুপার মার্কটের কাছে,
সাতক্ষীরা।

+88 01715 403 824
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
সকাল ৯টা - রাত ৮টা
রবিবার ও সোমবার (পাক্ষিকভাবে)