ডা: হাসানুজ্জামান সম্মন্ধে বিস্তারিত

Dr. Hassanuzzaman Khan

Dr. Hassanuzzaman Khan

ছেলেবেলা থেকে হোমিওপ্যাথিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন হাসানুজ্জামান, তার নানা ডাঃ গোলাম রসুল সরদার ছিলেন একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করতেন, যেন তার নাতি ভবিষ্যতে একজন ভালে হোমিওপ্যাথিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারে।

এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাস করার পর, তার নানার উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ বছর মেয়াদী ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বি.এইচ.এম.এস) কোর্সে ভর্তি হন।

২০০০ সালে- তিনি সফলভাবে বি.এইচ.এম.এস. ডিগ্রি অর্জন করেন। ১ বছরের ইন্টার্নশিপের পর ২০০২সালে তিনি "স্বাস্থ্য ও পরিবার কল্যাণ" মন্ত্রনালয় থেকে হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে নিবন্ধন (এইচ- ৩৫২) লাভ করেন।

২০০৩ সালে ডি.বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাষক হিসেবে যোগদান করেন।

২০০৪ সালে- তিনি লন্ডনে ব্রিটিশ ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অধীনে তিন বছরের অনলাইন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা (ডি.এইচ.এম.) কোর্সটি কৃতজ্ঞতার সাথে সম্পন্ন করেন। আরও জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে, তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, অনেক প্রতিশ্রুতিশীল প্রবন্ধের আলোচনা ও উপস্থাপনায়ও তিনি জড়িত।

২০০৫ সালে- তিনি মানসিক প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় পার্টটাইম পরামর্শক হিসেবে "সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবলড" (SWID) এ যোগদান করেন।

২০০৮ সালে তিনি "ঢাকা আহ্ছানিয়া মিশনে" হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে যোগদান করেন।

বর্তমানে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যেমন- Anxiety, Depression, Fear-fobia, Biopolar disorder, Autism, OCD, ODD, Suicidal tendency ইত্যাদি রোগ বেড়েই চলেছে। এই সকল রোগীদের সুচিকিৎসা দেওয়ার মানসে তিনি 2021 সালে Dhaka University থেকে সি. এস. ডব্লিউ. কোর্সটি সম্পন্ন করেন ।

ডাঃ হাসানুজ্জামান হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উপর অনেক বই লিখেছেন। সমস্ত বইয়ের মধ্যে “Female Prescriber” এবং “Asthma” এই দুটি বহুল সমাদৃত বই। এছাড়াও তিনি "বাংলাদেশ হোমিওপ্যাথিক জার্নাল" এর সম্পাদক এবং নিয়মিত লেখক ছিলেন।

বর্তমানে তিনি “ন্যাচারাল হেলথ” এর মাধ্যমে বাংলাদেশে হোমিওপ্যাথির গ্রহনযোগ্যতা বাড়াতে এবং জটিল রোগীদের চিকিৎসা সেবাকে আরও প্রসারিত করার জন্যে চেষ্টা করে যাচ্ছেন।

উত্তরা চেম্বার
ন্যাচারাল হেলথ
বাসা-১৫, রোড- ৩৪, সেক্টর- ৭,
উত্তরা, ঢাকা।

+88 01727 035 044
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
বেলা ১১ টা- দুপুর ২টা, বিকেল ৫ টা - রাত ৯ টা

বন্ধ -
বৃহস্পতিবার।

সাতক্ষীরা চেম্বার
ন্যাচারাল হেলথ
কামান নগর, করিম সুপার মার্কটের কাছে,
সাতক্ষীরা।

+88 01715 403 824
homeonh@gmail.com

রোগী দেখার সময়:
সকাল ৯টা - রাত ৮টা
রবিবার ও সোমবার (পাক্ষিকভাবে)